রাউন্ডিং বটম কি ? রাউন্ডিং বটম বলতে বাটির মতো প্যাটার্ন কে বোঝায় যেটি ডাউন ট্রেনের নিচে তৈরি হয়। এই ট্রেন্ডটি সাধারণত ডাউনট্রেন্ডের সমাপ্তির সংকেত দেয়। এই ব্লগে দেখানো ছবিগুলিতে প্রত্যেকটি লাল লাইনকে ডাউনট্রেন্ড ও সবুজ লাইট আপডেট হিসেবে দেখানো হয়েছে। এই প্যাটার্নটি ইউ আকৃতির মত দেখায়। এই প্যাটার্নে কিভাবে ট্রেড করা যায় ? এই প্যাটার্ন টি লং টার্ম ও সুইং ট্রেডিংয়ের জন্য ভালো কাজ করে। ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে এই প্যাটার্ন ফলো না করাই উচিত কারণ এই প্যাটার্নটি আপট্রেন্ডের সংকেত দেয় বলে আমরা অনেক সময় buying পজিশন নিয়ে থাকি কিন্তু যদি প্যাটার্নটি একটি হ্যান্ডেল বানায় তখন আমাদের স্টপলস হয়ে যেতে পারে। নিচের বাঁ দিকের ছবিটি রাউন্ডইং বটম ও ডানদিকের ছবিটি কাপ হ্যান্ডেল প্যাটার্নের ছবি। উপরের ডানদিকের ছবিতে যে কাপ হ্যান্ডেল প্যাটার্নের ছবি দেখানো হয়েছে শেয়ার প্রাইস যদি হ্যান্ডেল প্যাটার্ন তৈরী করে তাহলে স্টপলস হবে। সেই কারণেই ডেলি ট্রেডে এই প্যাটার্ন ব্যবহার না করে উচিত। সুইং বা লং ট্রেড করলে স্টপলস যদি সাপোর্ট লেব...