What is Double Bottom Pattern in Share Market ( শেয়ার বাজারে ডাবল বটম প্যাটার্ন কি ? )
ডাবল বটম প্যাটার্ন বলতে আমরা কি বুঝি ?
ডাবল বটম প্যাটার্ন শেয়ার বাজারে সবসময় আপট্রেন্ডের সংকেত দেয়।ডাউনট্রেন্ড যখন চলে তখন ডাবল বটম প্যাটার্ন দেখা যাই। নিচের ছবিটিতে এঁকে দেখানো হয়েছে যে এটি দুটি U আকৃতি বা দুটি V বা W বানাবে এবং বটম লেবেল দুবার টাচ করবে। বটম লেবেল দুবার টাচ করে আবার উঠে চলে চলে যায় বলে আমরা ডাবল বটম প্যাটার্ন বলি।
ডাবল বটম প্যাটার্নের বৈশিষ্ট : -
এই প্যাটার্নটি রেসিস্টেন্স লেবেল এবং সাপোর্ট লেবেল থেকে দুবার ঘুরবে ।
ডাবল বটম প্যাটার্নটি দীর্ঘদিন ধরে চলে আসা ডাউনট্রেন্ড থেকে আপট্রেন্ডে পরিবর্তনের ইঙ্গিত দেয়। যে সব ট্রেডাররা ইনভেস্ট করার জন্য অপেক্ষায় থাকে তারা এই প্যাটার্ন দেখে শেয়ার কিনতে শুরু করে করে ফলে ডাউনট্রেন্ডে থাকে শেয়ারটি আপট্রেন্ডে রূপান্তর হয়।
ডাবল বটম এবং ডাবল টপ এর মধ্যে পার্থক্য
১. ডাবল বটম হলো ডাবল টপের ঠিক বিপরীত।
২. ডাবল বটম ডাউনট্রেন্ড থেকে আপট্রেন্ডের সংকেত দেয় আর ডাবল টপ আপট্রেন্ড থেকে ডাউনট্রেন্ডের সংকেত দেয়।
এই প্যাটার্নের সতর্কতা : -
প্রাথমিক ভাবে এই প্যাটার্ন বোঝা খুবই কঠিন । স্টকটির দাম উপরে উঠে যাওয়ার পর আমরা বুঝতে পারি যে ওটা ডাবল বটম ছিল । যদি সাপোর্ট - সাপোর্ট রেসিস্টেন্স স্ট্রেটিজি আমরা বুঝি তাহলে এই স্ট্রেটিজিতে ট্রেড করে মুনাফা করা যাই। ঠিক সাপোর্ট লেবেলের উপরে কেনা যেতে পারে এবং সাপোর্টের নিচে অবশ্যয় স্টপলস লাগাতে হবে। আমাদের ট্রেডটি ভুল প্রমাণিত হলে আমরা বেশী ক্ষতির হাত থেকে আমরা বেঁচে যাবো । সুতরাং, সিদ্ধান্তে ঝাঁপ দেওয়ার আগে প্রত্যেকেই অত্যন্ত সতর্ক ও ধৈর্যশীল হতে হবে।
ফ্রীতে শেয়ার বাজার সমন্ধে শিখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন