Cup and Handle Pattern Analysis in Bengali ( বাংলায় জেনেনিন কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন )
কাপ এবং হ্যান্ডেল প্যাটার্ন
কাপ এবং হ্যান্ডেল প্যাটার্ন কি ?
কাপ এবং হ্যান্ডেল প্যাটার্নে কি ভাবে ট্রেড করা যায় ?
কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন শেয়ার বাজারে উপ্ট্রেন্ড কে বোঝায় এবং ইনভার্টেড কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন বাজারের ডাউনট্রেন্ডের সংকেত দেয়।
উপরের ছবিতে দেখানো কাপটি একটি কাপ হ্যান্ডেল প্যাটার্নের উদাহরণ। যখন কোনো শেয়ারের দাম হ্যান্ডলের উপরে ব্রেক করে উঠে যায় ক্যান্ডেল ক্লোজ করে তখন আমরা এন্ট্রি নিতে পারি। টার্গেট কাপের থেকে উপরের হাইট যে ভ্যালু সেই ভ্যালু। নিচে ছবিতে ভালো করে টার্গেট দেখানো হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন