How to Trade with Rounding Top Pattern? ( রাউন্ডিং টপ প্যাটার্ন দিয়ে কীভাবে ট্রেড করবেন ? )
রাউন্ডিং টপ প্যাটার্ন
রাউন্ডিং টপ প্যাটার্ন কি ?
এটি একটি রিভার্সাল প্যাটার্ন যা আপট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড -এর সংকেত দেয়। এটি চার্টে ড্র করলে উল্টানো বাটির মতো বা ইংরেজি উল্টো U -এর মতো দেখতে হয়। দীর্ঘদিন ধরে চলে আসা একটি আপট্রেন্ডের সমাপ্তির সময় এটি তৈরি হয়। সাধারণত লং টার্ম ও সুইং ট্রেন্ডিং -এর ক্ষেত্রে এই প্যাটার্ন ভালো কাজ করে। ডেইলি ট্রেন্ডিং -এর ক্ষেত্রে এটি কাজ নাও করতে পারে ট্রেডাররা সাধারণত বড়ো টাইম ফ্রেম-এ এই প্যাটার্ন খোঁজে এবং ট্রেড করে কারন বড়ো টাইম ফ্রেম-এ এই প্যাটার্ন ভালো কাজ করে।
রাউন্ডিং টপ কিভাবে কাজ করে ?
রাউন্ডিং টপ প্যাটার্নটি দীর্ঘদিন ধরে চলে আসা ট্রেন্ড সমাপ্তির ঘটায়। চার্ট দেখলে বোঝা যাই বহূদিন ধরে আপট্রেন্ডে চলে আসা কোনো স্টক-আর ধীরে ধীরে ভলিউম কমতে থাকে এবং ক্যান্ডেল স্টিকও ছোট হতে থাকে এই ভাবে আস্তে আস্তে ক্যান্ডেল ছোট হতে হতে উপরের দিকে একটা প্রাইস লেভেল-এ গিয়ে আর উঠতে না পেরে নিচে নামতে শুরু করে।
কোনো স্টক যখন উপট্রেন্ডে থাকে তখন যে লেবেল থেকে স্টকের ভলিউম কমতে থাকে এবং যেখানে স্টকটি কিছুদিন ট্রেড করার পর ধীরে ধীরে উপরে উঠতে থাকে এবং একজায়গায় গিয়ে থেমে যাই এবং ওখান থেকে স্টক নিচে নামতে শুরু করে। ছবিতে দেখানো যে জায়গাগুলিতে আমাদের স্টপলস ও টার্গেট হবে।
স্টপলস
যে লেবেল থেকে স্টক আর উপরে উঠতে পারে না এবং নীচে নামতে থাকে ঠিক তার উপরে হবে স্টপলস। ছবিতে দেখানো উপরের লাল লাইনের মাথায়।
টার্গেট
রাউন্ডিং টপ প্যাটার্নের টপ যে হাইট ঠিক সেই প্রাইস নীচের দিকে আমাদের টার্গেট হবে। উপরের ছবির নিচে যে নীল লাইন টেনে দেখানো হয়েছে সেখানে হবে আমাদের টার্গেট।
ডাবল টপের সাথে এই প্যাটার্নের সম্পর্ক
ফ্রীতে শেয়ার বাজার সমন্ধে শিখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন