Ascending Triangle Pattern ( উর্ধমুখী ত্রিভুজ প্যাটার্ন এ আমরা কি ভাবে ট্রেড করবো ? )

এসেন্ডিং ট্রায়াঙ্গল প্যাটার্ন 


এসেন্ডিং ট্রায়াঙ্গল প্যাটার্ন কি ? 

এসেন্ডিং ট্রায়াঙ্গল প্যাটার্ন  একটি উর্ধমুখী প্যাটার্ন  যা আপট্রেন্ডের সংকেত দেয়



এই প্যাটার্ন দেখতে বিভিন্ন ধরণের হতে পারে।  এই প্যাটার্নে ব্রেক আউট ট্রেড নিতে হয়।

এসেন্ডিং ট্রায়াঙ্গল প্যাটার্ন কি ভাবে কাজ করে ?

কোনো স্টক যখন আপট্রেন্ডে চলে তখন এই প্যাটার্ন হতে দেখা যায়। এই প্যাটার্নে কোনো স্টক উর্দ্ধমুখে চলার সময় জায়গায় জায়গায় কিছুক্ষন করে একই প্রাইস এ ট্রেড করে বা উপরে ও নিচে ট্রেন্ড লাইন বানিয়ে সাপোর্ট ও রেজিস্টেন্স নিতে নিতে এমন এক সময় আসে যখন স্টক কে যেকোনো একদিকে ব্রেক করতেই হবে এবং বেশিরভাগ সময় এই প্যাটার্ন উপরের দিকে ব্রেক করে।



উপরে ছবি এঁকে বোঝানো হয়েছে স্টক নীচের ট্রেন্ড লাইনে  সাপোর্ট ও উপরের ট্রেন্ড লাইনে রেসিস্টেন্স নিতে নিতে উপরের দিকে উঠে চলেছে।  টার্ন্ড লাইন দুটি পরস্পর যেখানে মিলিত হয়েছে সেই পোইন্টে এসে স্টকটি আর ট্রেড করার জায়গা না পেয়ে যে কোনো একদিকে ব্রেক করে উঠে যাই



এই প্যাটার্নে আমাদের টার্গেট ও স্টপলস কোথায় ?

 এই প্যাটার্নে স্টক যখন উপরের দিকে ব্রেক করে তখন আমাদের এন্ট্রি নেওয়া যেতে পারে যা  নিচের ছবিতে দেখানো জায়গায়। যখন স্টক উপরের দিকে উঠে যাবার পরেও উপরের ট্রেন্ড লাইনে সাপোর্ট নেবার জন্য একবার নিচে নামে এবং পরে গ্রীন ক্যান্ডেল বানিয়ে উপরে ওঠার চেষ্টা করে তখন আমাদের এন্ট্রি নিতে হয়।

টার্গেট : প্রথমে আমরা যেখান থেকে সাপোর্ট ও রেসিস্টেন্স লাইন টানব ঠিক সেখানে ওই টাইন দুটির মধ্যের যে দূরত্ব ঠিক সেই পরিমান প্রাইস এন্ট্রি পয়েন্ট থেকে ততো প্রাইস উপরে হবে টার্গেট।




স্টপলস : এন্ট্রি পয়েন্ট থেকে ঠিক সাপর্ট লেবেলের নিচে রাখতে হবে স্টপলস।

রিভার্স ট্রেড

এই প্যাটার্নে রিভার্স ট্রেডও করা যাই। নিচের ছবিতে দেখানো হয়েছে টার্গেট ও স্টপলস কি হওয়া  উচিত।



যদি ওই স্টকটি উপরের ট্রেন্ড লাইন এ রেসিস্টেন্স নিয়ে নিচের দিকে ব্রেক করে তোকজন আমাদের সেল করতে হবে। অবশ্যই দেখতে হবে উপরের ট্রেন্ড লাইনে যেনো রেসিস্টেন্স নিয়ে নিচে নামে।

টার্গেট :    এক্ষেত্রে স্টকটির টার্গেট হবে ট্রেন্ড লাইন দুটির মাথার দুরুত্ব।

স্টপলস :   এই রিভার্স ট্রেড এ স্টপলস হবে রেসিস্টেন্স লেবেলের উপরে।

এসেন্ডিং ট্রায়াঙ্গল প্যাটার্ন এ লং টার্ম, শর্ট টার্ম, এমনকি ডে ট্রেডিং ও করা যেতে পারে। এই প্যাটার্নে স্টপলস কম এবং টার্গেট অনেক বড় হয়। 

মন্তব্যসমূহ