Descending Triangle Pattern ( নিন্মমুখী ত্রিভুজ প্যাটার্ন এ আমরা কি ভাবে ট্রেড করবো ? )

ডিসেন্ডিং ট্রাঙ্গেল প্যাটার্ন  কী ? 


ডিসেন্ডিং ট্রাঙ্গেল প্যাটার্ন কী ?


ডিসেন্ডিং ট্রাঙ্গেল প্যাটার্ন ডাউনট্রেন্ডের সংকেত দেয় যে কোন টাইম ফ্রেমে এটা কাজ করে।  এই প্যাটার্নে ব্রেক আউট  এন্ট্রি নিতে হয় ক্যান্ডেল যখন সাপোর্ট রেজিস্টেন্স লেভেল ব্রেক করে উপরে ওঠে  বা নিচে নামে তখন এন্ট্রি নিতে হয়।  যেহেতু এই প্যাটার্নে ডাউন ট্রেনের সংকেত দেয় তাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেল এন্ট্রি খুঁজতে হবে এখানে অনেক ফ্লস break-out ও হয় তাই সাবধানে ট্রেড করতে হবে।


ডিসেন্ডিং ট্রাঙ্গেল প্যাটার্ন কিভাবে কাজ করে ?

উপরের ছবিতে দেখানো, যখন স্টক বুলিশ ক্যান্ডেল বানিয়ে উপরে উঠতে থাকে তখন এক সময় বা এমন একটি প্রাইস লেভেলে আসে যেখান থেকে স্টক রেজিস্টেন্স নিয়ে নিচে নেমে যায় এবং একটি সাপোর্ট লেবেল এসে  আবার উপরে ফিরে যায়।  ক্যান্ডেলের মাথা গুলি যদি একটি ট্রেন্ড লাইন দিয়ে যোগ করা  যায় তাহলে দেখা যাবে লাইনটি ধীরে ধীরে নিচের দিকে নামছে এবং নিচের এই সাপোর্ট লেভেল এসে মিশেছে। এই সময় স্টক যেকোনো একদিকে ব্রেক করবে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যেহেতু এটি ডাউনট্রেন্ড এর  প্যাটার্ন তাই নিচের দিকে ব্রেক করে। যদিও ফল্স break-out দেখিয়ে উপরে ও চলে যেতে পারে। তাই ব্রেকআউট কনফার্মেশন না নিয়ে ট্রেড করলে লোকসান হতে পারে।

ডিসেন্ডিং ট্রাঙ্গেল প্যাটার্নে রিভার্স ট্রেড কি ভাবে করা যায় ?

উপরের ছবি দেখানো হয়েছে যখন স্টক নিচ্ছে ব্রেক না করে উপরের দিকে রেজিস্ট্যান্স ভেঙ্গে চলে যায় তখন কনফার্ম হয়ে আমরা BUY করতে পারি ছবিতে দেখানো জায়গায় এবং টার্গেট হবে প্রথমবার যেখান থেকে টক নিচে নাম নেমেছে ঠিক সেই মাথা হবে টার্গেট এবং স্টপ লস হবে সাপোর্ট লেভেল এর নিচে।  একই ভাবে স্টক যদি নিচের দিকে ব্রেক করে তাহলে আমাদের সেল এন্ট্রি হবে এবং টার্গেট ও স্টপ লস হতে হবে নিচে দেখানো ছবি অনুযায়ী।


ডিসেন্ডিং ট্রাঙ্গেল প্যাটার্নে টার্গেট ও স্টপলস কোথায় হবে ?


সেল এন্ট্রি পয়েন্ট   : 

এই প্যাটার্নে স্টক যখন সাপোর্ট লেভেল ভেঙ্গে নিচে নামতে থাকে এবং কিছু সময় পর উঠে সাপোর্ট লেভেল এ রেজিস্টেন্স নিয়ে আবার নিচে নামার চেষ্টা করে তখন আমাদের সেল এন্ট্রি হবে ছবি অনুযায়ী।
টার্গেট :

উপরের ছবি অনুযায়ী স্টক প্রথমবার যে ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট নিয়ে উঠে গিয়ে উপরে রেজিস্টেন্স নিয়ে নিচে নেমে আসে  ঠিক সেই ট্রেন্ড লাইন দুটির মধ্যে দূরত্ব সমান স্টক যেখান থেকে নিচের দিকে ব্রেক করেছে সেখান থেকে সমপরিমাণ নিচে হবে টার্গেট। ছবিতে নীল লাইন দিয়ে দেখানো হয়েছে।

স্টপলস :

এক্ষেত্রে স্টপলস রাখতে হবে উপরের দিকে সুইং লো -তে। যেখানে ছবিতে লাল লাইন টেনে দেখানো হয়েছে। 

মনে রাখতে হবে চার্ট প্যাটার্ন ব্লগ সিরিজে যতো প্যাটার্ন দেখানো হয়েছে তাছাড়াও অনেক প্যাটার্ন আছে। তবে এগুলি তার মধ্যে সবার পরিচিত এবং বেশির ভাগ ট্রেডারগণ এইসব প্যাটার্নে ট্রেড করে লাভবান হয়। সব প্যাটার্নই ভালো তবে ট্রেড নিতে হবে কনফার্মেশন পাওয়ার পর। সবচেয়ে বড় কথা  ধৈর্য ও সহনশীলতার সঙ্গে  করতে হবে। 

সবার কাছে আমার অনুরোধ ডে ট্রেডিং করা খুবই কঠিন এবং লাভের চেয়ে লোকসানই হয় বেশি।  তবে নিয়মিত অভ্যাস করলে তবেই লাভের সম্ভাবনা থাকে। ঠিক উল্টোদিকে সুইং ট্রেডিং long-term এ ট্রেড করলে লোকসান কম হয় এবং লাভ হয় বেশি। এক্ষেত্রে আমরা জানি আমাদের স্টপ লস এত পার্সেন্ট। কিন্তু  ট্রেড আমাদের এনালিসিস মতে চলতে লাগলে লাভ তার অনেক পয়েন্ট  বেশি।

ফ্রীতে শেয়ার বাজার সমন্ধে শিখুন

মন্তব্যসমূহ