How to Trade with Bullish Flag Pattern ( বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন টি কি ভাবে কাজে লাগিয়ে ট্রেড করবো ? )
বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন
বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কি ?
এই প্যাটার্নটি একটি বুলিশ ট্রেন্ড প্যাটার্ন যার পোল ও একটি ফ্ল্যাগ থাকে। এই প্যাটার্ন কার্যকর তখনই হবে যখন পোল ও ফ্ল্যাগ -এর সামঞ্জস্য থাকবে। কখনও পোল অনেক বড়ো এবং ফ্ল্যাগ খুবই ছোট বা পোল অনেক ছোট এবং ফ্ল্যাগ অনেক বড়ো সেক্ষত্রে প্যাটার্নটি আমাদের ফলো করলে চলবে না কারণ এই প্যাটার্নটি শেয়ার বাজারে বিবেচ্য নয়। নিচের ছবিটি একটি আদর্শ বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের ছবি।
এই প্যাটার্নে কিভাবে কাজ হয় ?
নিচের ছবিটি দেখানো হয়েছে যে একটি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কেমন হয়। কোনো শেয়ার প্রাইস যখন বাড়তে থাকে এবং অনেকটা বাড়ার পর কিছুটা রিট্রেস করে তখন এই ফ্ল্যাগ -এর সৃষ্টি হয়। ছবিতে যে উপর-নিচ বরাবর নীল রঙের লম্বা লাইন টানা হয়েছে ওটা একটা পোল এবং পোল -আর মাথা থেকে প্রাইস একটি রেঞ্জ বরাবর কিছুটা নিচে নামে। ছবিতে যে লাল লাইন আছে ওটাতে বোঝানো হয়েছে প্রাইস উপর থেকে নিচে নেমে একটা দামে এসে সাপোর্ট নিয়ে আবার নীল দাগ অনুযায়ী উপরে উঠে রেজিস্টেন্স পেয়ে নিচে নেমে যাই। এই ভাবে দাম কিছুদিন সাপোর্ট ও রেজিস্টেন্স - এর মধ্যে ট্রেড করতে থাকে এমন একটা সময় আসে যখন Buyer আবার শেয়ার কিনতে শুরু করে এবং উপরের ট্রেন্ড লাইন ব্রেক করে উপরের দিকে উঠে যাই নিচের ছবিটি তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে স্টক প্রাইস এই ভাবে প্রাইস চ্যানেল -এর মধ্যে ট্রেড করতে করতে একসময় ব্রেক করে।
এই প্যাটার্নে টার্গেট এবং স্টপলস কোথায় হবে ?
নিচের ছবিটি এই প্যাটার্নের টার্গেট স্টপলস কি হওয়া উচিত তা যথাসম্ভব বোঝানোর চেষ্টা করলাম।যখন অনুসরণ চার্ট দেখে বুঝে যায় এটা ফ্ল্যাগ প্যাটান তখন ট্রেড করা খুবই সহজ হয়ে যায়। কারণ এই প্যাটানে এন্ট্রি এবং এক্সিট চার্ট দেখলেই বোঝা যায়। ছবি অনুযায়ী কোন স্টক যখন ফ্ল্যাগ ব্রেক করে এবং ডেলি চার্ট অনুযায়ী সাপোর্ট লাইন এর ওপরে কিছুদিন ট্রেড করে তখন আমাদের এন্ট্রি হব। ছবিতে তীর চিহ্ন দিয়ে দেখানো স্থানে হবে এন্ট্রি পয়েন্ট।
স্টপলস :-
ফ্ল্যাগ - এর নিচে যে লাইন যেখান থেকে স্টক বারবার বাউন্স করে উপরে উঠেছে ঠিক তার নিচে যেখানে ছবিতে লাল লাইন একে দেখানো হয়েছে ওখানে হবে আমাদের স্টপ লস।
টার্গেট :-
এন্ট্রি পয়েন্ট থেকে পোলের যে মাথা সেখান থেকে সোজা লম্বা লাইন টানলে যে প্রাইস হবে সেটি হবে টার্গেট। ছবিতে দেখানো নিচের লাইন যেখানে টার্গেট হবে লেখা আছে ওখানে আমাদের টার্গেট।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন