What is Double Top Pattern ( শেয়ার বাজারে ডাবল টপ বলতে কি বোঝায় ? )
ডাবলটপ প্যাটার্ন
ডাবল টপ প্যাটার্ন বলতে আমরা কি বুঝি ?
ডাবলটপ প্যাটার্ন সবসময় আপট্রেন্ডে চলে আসা কোনো স্টকের মধ্যে তৈরী হতে দেখা যায়। এটি সংকেত দেয় দীর্ঘদিন ধরে চলে আসা আপট্রেন্ডের সমাপ্তির সময় চলে এসেছে। এবার ইনভেস্টারদের বা ট্রেডারদের অপেক্ষা করা উচিত যাতে তারা নতুন করে কোনো ইনভেস্ট না করে। যদি আগেথেকেই ইনভেস্ট করে থাকে তাহলে কিছু স্টক সেল করে প্রফিট বুক করা উচিত এবং স্টপলস লাগানো উচিত।
ডাবোলটপ প্যাটার্ন কখন তৈরী হয় এবং কি সংকেত দেয় ?
ডাবোলটপ প্যাটার্ন একটি বেয়ারিশ প্যাটার্ন। হয়তো লেখা পরে আমাদের খুব সহজ মনে হচ্ছে কিন্তু ততটা সহজ নয়। এই প্যাটার্নে ট্রেড করা কঠিন কিন্তু ইনভেস্ট করা সহজ। যদি ঠিক সময় প্যাটার্ন যে তৈরি হচ্ছে সেটা ধরতে পারি এবং স্টকটি হোল্ডিংয়ে নিতে পারি তাহলে আমরা অনেক মুনাফা পেতে পারি।
এই প্যাটার্নএ ট্রেড করতে গেলে অনেক ধৈর্ষ্য ধরতে হয়। উপরের ছবিতে যে সাপোর্ট লেবেল দেখানো হয়েছে সেটা ব্রেক করে নিচে কিছুদিন ট্রেড করলে তবেই আমরা নিশ্চিত হয় যে এবার ডাউনট্রেন্ড শুরু হতে চলেছে। তখন আমরা শর্ট সেলিং করে প্রফিট করতে পারি।
সাপোর্ট ও রেসিস্টেন্স লেবেল কি জানার জন্য ক্লিক করুন।
ফ্রি শেয়ার বাজার সমন্ধে আরও বিশদ জানতে সায়ন্তিকাচক্রবর্তী ডট কম এ ভিসিট করুন। বা নিচে ক্লিক করুন।
ফ্রীতে শেয়ার বাজার সমন্ধে শিখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন