What Is Head & Shoulder Pattern and How to Trade ( হেড এন্ড সোল্ডার প্যাটার্ন বলতে কি বোঝায় )
হেড এন্ড সোল্ডার প্যাটার্ন
হেড এন্ড সোল্ডার প্যাটার্ন কি ?
নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই প্যাটার্নে একটি হেড এবং দুটি শোল্ডার থাকে। বাঁদিকের শোল্ডার-কে বলি লেফট শোল্ডার এবং ডানদিকের শোল্ডার-কে বলি রাইট শোল্ডার ও মধ্যের টিকে বলি হেড। এই তিনটির নিচে যে লাইন বা নিচের ছবিতে দেখানো যে সবুজ লাইন তাকে বলি নেক লাইন। এই প্যাটার্ন দুই ধরণের হয়।
১. হেড এন্ড শোল্ডার ও
২. ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন
হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বেয়ারিস ট্রেন্ডের সংকেত দেয় ও ইনভার্টেড হেড এন্ড শোল্ডার বুলিশ ট্রেন্ডের সংকেত দেয়।
যেহেতু এই প্যাটার্নে একটি বেয়ারিস প্যাটার্ন তাই আমাদের এখানে সেলিং অপার্চুনিটি খুঁজতে হবে এই প্যাটার্নে ট্রেড করতে গেলে প্রাথমিক ভাবে ক্যান্ডেল ,রাইট শোল্ডার ,ও নেক লাইন ব্রেক হওয়ার পর এন্ট্রি হবে। নেক লাইন -এ সাপোর্ট নেওয়ার পর যখন ওই লেবেল ভেঙে নিচে নামে এবং সাপোর্ট লেবেলটি রেজিস্টেন্স -এ পরিণত হয় তখন সেল এন্ট্রি হবে। উপরের ছবি তীর চিহ্ন দিয়ে সেল হেয়ার দেখানো হয়েছে। স্টপলস রাখতে হবে রাইট শোল্ডার -এর ঠিক উপরে। এরপর প্রাইস যখন নিচে নামতে থাকে তখন হেড থেকে নেক লাইন-এর যে ব্যবধানের সমান যে প্রাইস, ঠিক নেক লাইন থেকে নিচে সমান করে টার্গেট রাখতে হবে। ওখানে প্রফিট বুক করে নিতে হবে কারণ ওখান থেকে প্রাইস আবার উপরে উঠার চান্স থাকে। যেটি উপরের ছবিতে তীর চিহ্ন দিয়ে টার্গেট বা টেক প্রফিট দেখানো হয়েছে।
বিপরীত প্যাটার্নে ট্রেড কিভাবে হয় ?
উপরের ছবিতে দেখানো হয়েছে প্রাইস যখন ডাউন ট্রেন্ড থেকে এসে প্রথমে সাপোর্ট ১ -এ এসে ফায়ার রেজিস্টেন্স লেবেল -এ গিয়ে আবার নিচে বেশী নেমে আসে অর্থাৎ সাপোর্ট ২ -তে এসে সাপোর্ট নেয় ফের উপরে নেক লাইন -এ ( রেজিস্টেন্স লেবেল )-এ বাধা পেয়ে সাপোর্ট থেকে ফিরে যাই প্রথমবার এসে লেফট সোল্ডার, দ্বিতীয়বার সাপোর্ট ২-তে আসে হেড ও পরে আর রাইট সোল্ডার বানিয়ে উপরের দিকে উঠে যাই। যেহেতু এটি বুলিশ প্যাটার্ন তাই আমাদের সবসময় বায়িং পজিশন খুঁজিতে হবে রাইট সোল্ডার বানানোর পর যখন রেজিস্টেন্স ভেঙে উপরে উঠে ওই নেক লাইন -আর উপর দুতিন দিন ট্রেড করলে আমাদের এন্ট্রি হবে। বা ওই স্টকটি বাই হবে। সুইং ট্রেড বা লং ট্রেড -এর ক্ষেত্রে ডে চার্ট বা উইকলি চার্ট দেখতে হবে। এক্ষেত্রে আমাদের টার্গেট হবে একই ভাবে ছবি অনুযায়ী সাপোর্ট ২ থেকে নেক লাইন -এর যে প্রাইস রেঞ্জ সেই সমপরিমাণ প্রাইস উপরে হবে টার্গেট আর স্টপলস হবে রাইট সোল্ডার বা সাপোর্ট -১-এর নিচে।
হেড এন্ড সোল্ডার প্যাটার্নের বিভিন্ন অংশ
একটি হেড এন্ড সোল্ডার প্যাটার্ন তিনটি অংশ নিয়ে গঠিত:
১. লেফট সোল্ডার
২. রাইট সোল্ডার ও
৩. মাথা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন