How to Trade with Bearish Flag Pattern ( বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন টি কি ভাবে কাজে লাগিয়ে ট্রেড করবো ? )
বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন
বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন কি ?
বিয়ারিশ ফ্ল্যাগ হলো বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের উল্টো। বুলিশ ফ্লাগে যেমন পোলের উপরে পতাকা থাকে তার উল্টোটা বিয়ারিশ ফ্লাগে।এই প্যাটার্নে পোলের নিচে পতাকা থাকে। নিচের ছবিতে যেমনটি দেখানো হয়েছে এই প্যাটার্নটি ডাউন ট্রেন্ডের সংকেত দেয়।
এই প্যাটার্ন কিভাবে কাজ করে ?
এই প্যাটার্ন শর্ট টার্ম, লং টার্ম এমনকি ডেলি ট্রেডিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। এই প্যাটার্নে ট্রেড করা খুবই সোজা। নিচের ছবিতে দেখানো হয়েছে স্টক প্রাইস উপরের লেভেল থেকে যখন লাল ক্যান্ডেল বানিয়ে নিচে নামতে থাকে তখন এমন একটা রেঞ্জে প্রাইস এসে দাঁড়ায় যে সেখান থেকে আর নামতে পারে না। একটি প্রাইস চ্যানেল বানিয়ে কিছুটা সময় ধরে ওপর-নিচ করতে থাকে নিচের ছবি অনুযায়ী উপরের যে লাইন সেটি রেজিস্টেন্স লাইন ও নিচেরটি সাপোর্ট লাইন। স্টকটি প্রথমবার গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরে উঠে দিয়ে রেজিস্টেন্স লেভেলে বাধা পেয়ে লাল ক্যান্ডেল বানিয়ে নিচে নেমে যায়। এইভাবে ট্রেড করতে থাকে। এরপর এমন সময় আসে যখন সাপোর্ট লেভেল ব্রেক করে নিচে নামতে থাকে এবং আবার ডাউন ট্রেন্ড Continue করে।
বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নে আমরা কিভাবে ট্রেড করবো ?
( How do we trade in Bearish flag pattern? )
বেয়ারিশ প্যাটার্নের টার্গেট ও স্টপলস কিভাবে হবে?
এই প্যাটার্ন টি যদি আমরা চার্টে দেখে ড্র করে নিতে পারি তাহলে ট্রেড করা খুবই সহজ হয়ে যাবে। নিচের ছবিতে যেটি দেখানো হয়েছে। যেহেতু এই প্যাটার্ন একটি বেয়ারিশ প্যাটার্ন তাই আমাদের এখানে সেল অপরচুনিটি খুঁজতে হবে এই প্যাটার্নে ট্রেডাররা ফিউচাররে সেল করে মুনাফা অর্জন করে। ছবিতে দেখানো স্থানে বেয়ারিশ ফ্ল্যাগ এর নিচে যে সাপোর্ট লেভেল সেটাকে ব্রেক করে দু-একটি ক্যান্ডেল ওখানেই বানালে আমাদের এন্ট্রি হবে।অনেক সময় দেখা যায় সঠিক সময় চয়ন না করে ট্রেড নিলে স্টকটি রিট্রেস করে উপরে উঠে যায় এবং স্টপ লস হয়ে যায়। তাই দু-একটি ক্যান্ডেল ক্লোজ করতে দিতে হবে ওই সাপর্টের নিচে।
টার্গেট :-
এক্ষেত্রে আমাদের টার্গেট হবে পোলের নিচে তার যে প্রাইস সেই প্রাইসে । নিচের ছবিতে দেখানো ফ্ল্যাগ এর নিচে বেগুনি লাইন টানা হয়েছে সেখানে হবে আমাদের মিনিমাম টার্গেট।
স্টপলস :-
স্টপলস রাখতে হবে প্রাইস চ্যানেলের উপরে যে রেজিস্টেন্স তার উপরে ছবিতে দেখানো ফ্ল্যাগের উপরে যে বেগুনি লাইন তার উপরে।
বুলিশ ফ্লাগে ও বেয়ারিশ -এর পার্থক্য
বুলিশ ফ্ল্যাগ শেয়ার বাজারের আপট্রেন্ডের সংকেত দেয়।
বেয়ারিশ ফ্ল্যাগ শেয়ারবাজারে ডাউনট্রেন্ড এর সংকেত দেয়।
এই প্যাটার্নের আমাদের বাই অপর্চুনিটি খুঁজে ট্রেড করতে হবে।
এই প্যাটার্নে আমাদের সেলিং অপারেটর লিলি খুঁজে ট্রেড করতে হবে।
এই প্যাটার্নে ফ্ল্যাগ সোজা হয়।
এই প্যাটার্নে ফ্ল্যাগ উল্টো হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন