How to Trade with Rounding Bottom Pattern? ( রাউন্ডিং বটম প্যাটার্ন দিয়ে কীভাবে ট্রেড করবেন ? )

রাউন্ডিং বটম কি ? 

রাউন্ডিং বটম বলতে বাটির মতো প্যাটার্ন কে বোঝায় যেটি ডাউন ট্রেনের নিচে তৈরি হয়। এই ট্রেন্ডটি সাধারণত ডাউনট্রেন্ডের  সমাপ্তির সংকেত দেয়। এই ব্লগে দেখানো ছবিগুলিতে প্রত্যেকটি লাল লাইনকে ডাউনট্রেন্ড ও সবুজ লাইট আপডেট হিসেবে দেখানো হয়েছে। এই প্যাটার্নটি ইউ আকৃতির মত দেখায়।


এই প্যাটার্নে কিভাবে ট্রেড করা যায় ?

এই প্যাটার্ন টি লং টার্ম ও সুইং ট্রেডিংয়ের জন্য ভালো কাজ করে। ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে এই প্যাটার্ন ফলো না করাই উচিত কারণ এই প্যাটার্নটি আপট্রেন্ডের সংকেত দেয়  বলে আমরা অনেক সময় buying পজিশন নিয়ে থাকি কিন্তু যদি প্যাটার্নটি একটি হ্যান্ডেল বানায় তখন আমাদের স্টপলস হয়ে যেতে পারে।  নিচের বাঁ দিকের ছবিটি রাউন্ডইং বটম ও ডানদিকের ছবিটি কাপ হ্যান্ডেল প্যাটার্নের ছবি। 




উপরের ডানদিকের ছবিতে যে কাপ হ্যান্ডেল প্যাটার্নের ছবি দেখানো হয়েছে শেয়ার প্রাইস যদি হ্যান্ডেল প্যাটার্ন তৈরী করে তাহলে স্টপলস হবে।  সেই কারণেই ডেলি ট্রেডে এই প্যাটার্ন ব্যবহার না করে উচিত। সুইং বা লং ট্রেড করলে স্টপলস যদি সাপোর্ট লেবেলের কাছে বা বটমের  নিচে রাখা তাহলে লস হবার সম্ভাবনা কম থাকে এবং প্রফিটের সম্ভাবনা বেশী থাকে। 

রাউন্ডিং বটম প্যাটার্নের সতর্কতা :-

১. এই প্যাটার্নে আগে থেকে ট্রেড করা যাবে না। আমরা অনেক সময় বেশী লাভ পাওয়ার জন্য স্টকটি যখন  U -এর মতো আকার নেওয়ার চেষ্টা করে তখন আমরা  U  তৈরী হওয়ার আগেই তার গড়াতে Buy করে ফেলি এবং স্টকটি সাপোর্ট ভেঙে নিচে চলে আসে।

২. এই প্যাটার্নে ডে ট্রেড না করাই উচিত এতে Stop loss হওয়ার সম্ভবনা থাকে। 

৩. এই প্যাটার্নটি একটি বুলিশ প্যাটার্ন তাই আমাদের Buying অপর্চুনিটি খুঁজতে হবে এবং তারপর ট্রেড        Entry  নিতে হবে। 

৪. এই প্যাটার্নে রেজিস্টেন্স লেবেল যখন সাপোর্ট লেবেল -এ পরিণত হবে তখন ট্রেড করতে হবে। 





রাউন্ডিং বটম প্যাটার্নে টার্গেট স্টপলস কোথায় হবে :-


উপরে যে ছবিটি আঁকা হয়েছে সেটিতে টার্গেট এবং স্টপলস যথাসম্ভব বোঝানোর চেষ্টা করলাম। এই প্যাটার্নে কোন স্টক ডাউনট্রেন্ড থেকে এসে সাপর্ট লেবেলে সাপোর্ট নিয়ে উপরে রেজিস্টেন্স ভেঙে যদি কয়েকটি ক্যান্ডেল দুই -তিন ট্রেড করে তাহলে আমাদের এন্ট্রি হবে। এবং স্টপলস হবে উপরের ছবি অনুযায়ী। 


১. বিশেষ ভাবে মনে রাখতে হবে যে রেজিস্টেন্স লেবেল যখন সাপোর্ট লেবেলের কাজ করবে তখন এন্ট্রি হবে। 

২. এই প্যাটার্ন ট্রেড করতে গেলে ধৈর্য্য ও সহনশীল হতে হবে। 


কাপ  হ্যান্ডেল প্যাটার্ন বিস্তারিত 

ফ্রীতে শেয়ার বাজার সমন্ধে শিখুন


মন্তব্যসমূহ