বাংলায় শেয়ার বাজার সাপোর্ট রেজিস্টেন্স স্ট্রেটেজি (Support Resistance Strategy in Bengali)

 

সাপোর্ট এন্ড রেজিস্টেন্স






সাপোর্ট হলো সেই জায়গা যেখানে কোনো স্টক ওখান থেকেই বার বার ফিরে যায়। ওপরের ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডিসেম্বর মাসে কোলগেট স্টকটি সাপোর্ট লেবেলের উপরে উঠে ক্যান্ডেল ক্লোজ করে এবং ধীরে ধীরে উপরে উঠে যায়। ছবিতে উপরে যে লম্বা লাইন টানা আছে সেটি রেসিস্টেন্স লেবেল মানে ওই দামে স্টকটি পৌঁছানোর পরে আবার সাপোর্ট লেবেলে  ফিরে আসে। 


এরকম যদি কোনো স্টক চার্টে দেখতে পাওয়া যায় তবে সাপোর্টের লেবেলে উপরে যে সেন্ডেলটি ক্লোস হবে তার উপরে আমাদিকে কিনতে হবে। এবং সাপোর্টের নিচে স্টপলস লাগাতে হবে। আমাদের এনালিসিস অনুযায়ী যদি স্টক উপরে উঠতে থাকে তাহলে স্টপলস ট্রায়াল করে যেতে হবে। এরপর যদি রেসিস্টেন্স লেবেল ভেঙে উপরে উঠে গেলে আরও স্টপলস উঠিয়ে দিতে হবে কিন্তু যদি রেসিস্টেন্স লেবেলে লাল ক্যান্ডেল বানাই তাহলে আমাদের সতর্ক হতে হবে।  দরকার হলে প্রফিট বুক কর নিতে হবে। 


মন্তব্যসমূহ